কবিতা
এই বেশ ভালো আছি
রাণা চট্টোপাধ্যায়
ব্যস্ততার গোলক ধাঁধা ও যান্ত্রিক
কৃত্রিমতায় অভ্যস্ত নাগরিক বৃন্দ
আমরা,ভেঙেচুরে দুমড়ে যাওয়া মুখরিত
মানবিক স্বত্তা,বারংবার ধাক্কা খেলেও
হাসিমুখে,বাহ্যিক পরিপাটি কাঠামোয়,
আশ্বস্ত করে বলি ভালো আছি।
কতটা সত্যি ভালো থাকলে,
ভালো আছি বলা যে যায় আদতে
সে খেয়াল রাখে কজনা!
তবু স্বার্থে ঘা লাগা মানুষ গুলো
এসব বিষয়ে ভ্রুক্ষেপহীন জীবন কাটায় অচিরে।
কেবল আমি আমি, না পাওয়া,বঞ্চনার রেকর্ড!
সকালের রেডিও স্টেশন, প্রাত্যহীকি অনুষ্ঠানে
চায়ের আসরে চিঠি পাঠ শোনার অভ্যাস
ভেতরে খানিক তরতাজা রাখে আমাদের।
ক্ষতের ওপর প্রলেপ ঢেকে যতই আমরা
সপ্রতিভ হয়ে বলি '"এই বেশ ভালো আছি "
তবু মনের ভেতরে ক্রমাগত চলতে থাকে
সমস্যা ভরা কাঁটার খচখচ আঁচড়

No comments:
Post a Comment