কবিতা
অহিংস প্রকৃতি
দেবাশিস সাহা
প্রত্যেক কবি
কবিরাজ
প্রত্যেক কবিরাজ
গাছবান্ধব
প্রত্যেক গাছ
একজন প্রেমিক
প্রত্যেক প্রেমিক
একটি বই
প্রত্যেক বই
একটি পথ
প্রতিটি পথ
আমাদের শ্মশানবান্ধবী
হাত ধরে নিয়ে যায়
অন্য এক প্রকৃতির কাছে
যেখানে কেউ
হিংসার ব্যবহার শেখেনি।

No comments:
Post a Comment