মায়াবী আলোর পথ
আকাশলীনা ঢোল
একটা মায়াবী আলোর পথ দেখেছিলাম
এই শহরের বুকেই,
বৃষ্টিভেজা পিচ রাস্তায় সেদিন
এসে পড়েছিল হ্যালোজেনের
হলদেটে আলো -
সেই পথে হাঁটতে হাঁটতে সেদিনের
সন্ধ্যেটাকে বড় মায়াবী মনে হয়েছিল।
আরেকটা মায়াবী আলোর পথ দেখেছিলাম
মাঝ গঙ্গার বুকে,
যেদিন প্রমোদ-ভ্রমণের অছিলায়
গঙ্গাবক্ষে জাগিয়ে তুলেছিলাম
এক দানবীয় শব্দদূষণ -
সেদিনও হলদে রঙের বর্ণচ্ছটা নদীর বুকে
কেটে দিয়েছিল ঝিকিমিকি
মায়াবী আলোর পথ।
আরও একটা মায়াবী আলোর পথ দেখেছিলাম
মাঝ আকাশের বুকে,
নক্ষত্রেরা যে পথে পাড়ি দেয়
আলোর উৎস সন্ধানে -
সেই পথে ভাসিয়েছিলাম আনমনা এই মন,
মনটাও বুঝি সেদিন ছিল ভীষণরকম মায়াবী।

No comments:
Post a Comment