Tuesday, March 13, 2018
















সূর্যের ইচ্ছে
শিবু

সারাদিন ধরে পলাশীরে দেখে ঠারে ঠারে
চৈত্রের প্রখর সূর্যেরও ইচ্ছে হয় বসন্তের রঙে
নিজেকে রাঙিয়ে নিয়ে গোধূলিরে করিবে
আলিঙ্গন। বেলা গড়ালে শুরু হয় লকোচুরি
একে একে ঝরে পড়ে বিরহী পাপড়িগুলি।

ক্ষণিকের গোধূলিরে আদরে ডুবিয়ে রেখে
ঠেলে দেয় অন্ধকারে, সূর্যের কি এসে যায় তাতে
বিরহ কাকে বলে সে কী জানে ? গ্রহণও যার
কেড়ে নিতে পারে না আলোর বাহার। ভরসা শুধু
দূরের মৃত তারার ঝলকানি,-নক্ষত্রেরা নাকি

ডুবে যায় কৃষ্ণঅন্ধকারে আলোকবর্ষ দূরে। 

No comments:

Post a Comment