মাতৃভাষামাথুর দাস মাতৃভাষা মায়ের ভাষা জানি যা এর মধুরতা, বলতে সহজ বুঝতে সহজ মনের মতো করে । আর কি কোনও ভাষায় পাবে এমনতর কথা, যা শুনলে মনে আনন্দেরই ঝর্ণাস্রোত ঝরে ? এই ভাষাতেই হর্ষ বিষাদ নিখাদ ভালোবাসা, আহা কী স্বাদ পাই দুটি কথা মাতৃভাষায় বলে ! গানের কলি কন্ঠ জুড়ে করে যাওয়া আসা, এই ভাষাতেই ভালোবাসার মুক্তোমাণিক জ্বলে । জগৎ জুড়ে হাজারো ভাষা মানুষ অগণন, কত যে ভাষার কথার স্রোত বইছে কত সুরে ! ছাপিয়ে সেসব মাতৃভাষায় আবিষ্ট হয় মন, বাংলা আমার মাতৃভাষা, বাংলা হৃদয় জুড়ে ।
No comments:
Post a Comment