Tuesday, February 20, 2024


 

দুয়োরানী

লীনা রায় 


খাপ ছাড়া ভাষাতে

হাতছাড়া শব্দ,

মুখ ভার পদ্যের

বৈরাগী গদ্য।


তোলপাড় তল্লাশি

হয়রানি হদ্দ,

চুরি গেছে শব্দের

রূপ রস গন্ধ।


এক ঝুলি রাজা রানী

সাথে বুড়ো আংলা,

সন্দেশ শুকতারা

লাখপতি বাংলা।


রবিকবি নজরুল

বঙ্কিম সুকুমার,

গরবিনী বাংলা

গুনতিতে রাত পার।


আজ শুধু হাঁসফাঁস

আলসেমি ভাবনার,

বিস্মৃত বলিদান

দুয়োরানী বাংলার।




No comments:

Post a Comment