একটু উষ্ণতার জন্য
মন্দিরা ঘোষ
কত গ্রাম গঞ্জ নিকোন উঠোন ঘর বাথান ছুঁয়ে
কত নদীর শীর্ণ শরীরে জলজ বাতাস ভরে
আলোকরশ্মির পথ গেছে সোজা
বন্ধুহীন একা বসে আছি মেরু দেশে
অন্ধকারে বরফের নিচে
মোমের আলো জ্বেলে দুধসাদা পৃথিবীর বুকে
আলপনা আঁকি
অজস্র বরফ কুচি উপত্যকার ক্ষিদে মেপে রাখে
ক্যানভাসে ছেঁড়া ছেঁড়া বরফের ফেনা
ছবিগুলো সব হিমশৈলর মত
অপেক্ষারত একটু উষ্ণতার জন্য
No comments:
Post a Comment