ল্যাব
আবীর কান্তি পাল
ল্যাবরেটরী সব জানালা খুলে দেবার পর গুমোট গন্ধ চলে গেলো!
প্রত্যেক ফানেলের ভেতর নানা জায়গার জল ,এবং প্রতিটিতে লেখা কোথাকার জল স্টিকার দিয়ে ,ভাবা যায় সমগ্র মানব গোষ্টির পানীয় জলের কি অবস্তা ,আর্সেনিক আয়রন আরো কতো জীবাণু ! 700ফুট
জল গুলোও বিষাক্ত ,এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে কনুইয়ে গুতো লেগে ctc অর্থাত কার্বন টেট্রা ক্লোরাইড এর বোতল সেল্ফ থেকে পরে ভাঙ্গল ,দীপার মুখ থেকে অজান্তে বেড়িয়ে এলো- যা!
বোতলের লেবেল ভেঙ্গেও চক চক করছে e -merk ,অর্থাত জার্মানি কম্পানী হলদেটে লেবেল কাল লেখা ,আর ওই যে
সিল্ভর নাইট্রেট B D H কম্পানী
ব্রিটিশ ড্রাগ হাউস ,ভাবা যায় লাল মুখ মানুষের দেশ যারা আমাদের 200বছর পরাধীন করে রেখে ছিল আর ওদেরই কেমিক্যাল আমাদের ব্যাবহার করতে হয় এই দুটো কম্পানী পৃথিবীর আজ সেরা ,এছাড়া লোভা ,sds ,glasxo তো আছেই ,এসব সাত পাঁচ ভাবতে ভাবতে একটি কাঁচের টুকরো দীপার হাতে ঢুকলো ,সঙ্গে সঙ্গে ব্লাড ,ল্যাবরেটরীর কালো বিড়ালটা ওর পাশে বসে এমন ভাবে তাকাল যেনো ওর চোখে বিস্ময়
যা ,দীপা হেসে ফেললো ,আঙ্গুলে তুলো গুঁজে ওকে আদর করতে করতে জোরে হাঁক পারলো চম্পা
,,,,!
চম্পা এসে সব পরিষ্কার করে
দিয়ে গেলো ;
আসতে আসতে ল্যাবরেটরিতে কেমিস্ট্রী ডিপার্টমেন্টে সকলের প্রবেশ ,প্রতিদিনের মতো কাজ শুরু !
জলের পর জল পরীক্ষা হাওড়া,
সালকিয়া ,বেলুড় ,কলকতা, শিবপুর, আমতা আরো কতো ,,,
প্রত্যেক ফানেলের ভেতর নানা জায়গার জল ,এবং প্রতিটিতে লেখা কোথাকার জল স্টিকার দিয়ে ,ভাবা যায় সমগ্র মানব গোষ্টির পানীয় জলের কি অবস্তা ,আর্সেনিক আয়রন আরো কতো জীবাণু ! 700ফুট
জল গুলোও বিষাক্ত ,এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে কনুইয়ে গুতো লেগে ctc অর্থাত কার্বন টেট্রা ক্লোরাইড এর বোতল সেল্ফ থেকে পরে ভাঙ্গল ,দীপার মুখ থেকে অজান্তে বেড়িয়ে এলো- যা!
বোতলের লেবেল ভেঙ্গেও চক চক করছে e -merk ,অর্থাত জার্মানি কম্পানী হলদেটে লেবেল কাল লেখা ,আর ওই যে
সিল্ভর নাইট্রেট B D H কম্পানী
ব্রিটিশ ড্রাগ হাউস ,ভাবা যায় লাল মুখ মানুষের দেশ যারা আমাদের 200বছর পরাধীন করে রেখে ছিল আর ওদেরই কেমিক্যাল আমাদের ব্যাবহার করতে হয় এই দুটো কম্পানী পৃথিবীর আজ সেরা ,এছাড়া লোভা ,sds ,glasxo তো আছেই ,এসব সাত পাঁচ ভাবতে ভাবতে একটি কাঁচের টুকরো দীপার হাতে ঢুকলো ,সঙ্গে সঙ্গে ব্লাড ,ল্যাবরেটরীর কালো বিড়ালটা ওর পাশে বসে এমন ভাবে তাকাল যেনো ওর চোখে বিস্ময়
যা ,দীপা হেসে ফেললো ,আঙ্গুলে তুলো গুঁজে ওকে আদর করতে করতে জোরে হাঁক পারলো চম্পা
,,,,!
চম্পা এসে সব পরিষ্কার করে
দিয়ে গেলো ;
আসতে আসতে ল্যাবরেটরিতে কেমিস্ট্রী ডিপার্টমেন্টে সকলের প্রবেশ ,প্রতিদিনের মতো কাজ শুরু !
জলের পর জল পরীক্ষা হাওড়া,
সালকিয়া ,বেলুড় ,কলকতা, শিবপুর, আমতা আরো কতো ,,,
দীপা একটু আবেগ প্রবণ ,ওর উচিত ছিল না সাইন্স নিয়ে পড়া বরং সাহিত্যের দরজা খোলাই ছিল ,অনেক পত্রিকায় ওর
কবিতাগল্প প্রবন্ধ জায়গাও করে নিয়েছে ,পূজা সংখা এলেই দিদি আমাদের একটা চাই ,ভালোও লাগে ,ওর কষ্ট হলেও রাত জেগে লেখে ,মা খাইয়ে দেয় ও লেখে ,
বাথরুমে ঢুকে গল্পের চরিত্র ভাবা ,পথ চলতে মানুষের মুখে ফ্যাল -ফ্যাল করে তাকিয়ে থাকা ,ঘামে ভেজা বয়স্ক লোকের গায়ের ঘ্রাণ নেয়া ,এমন সব অভ্যাস ,আবীর এগুল সব তোর থেকে শিখেছি তুই ছাড়া আমার সাহিত্য বিগ জিরো ,
কবিতাগল্প প্রবন্ধ জায়গাও করে নিয়েছে ,পূজা সংখা এলেই দিদি আমাদের একটা চাই ,ভালোও লাগে ,ওর কষ্ট হলেও রাত জেগে লেখে ,মা খাইয়ে দেয় ও লেখে ,
বাথরুমে ঢুকে গল্পের চরিত্র ভাবা ,পথ চলতে মানুষের মুখে ফ্যাল -ফ্যাল করে তাকিয়ে থাকা ,ঘামে ভেজা বয়স্ক লোকের গায়ের ঘ্রাণ নেয়া ,এমন সব অভ্যাস ,আবীর এগুল সব তোর থেকে শিখেছি তুই ছাড়া আমার সাহিত্য বিগ জিরো ,
হাওড়া ডিস্ট্রিক্ট লাইব্রেরি অন্ধকার ঝিমানো রুম টায় বসতাম ,মাঝে মাঝে জয় কৃষ্ণ লাইব্রেরি ,অথবা গঙ্গার পারে !ঘণ্টার পর ঘণ্টা !!
দীপা আমাকে লিখেই দেখাত ,আবীর দেখতো আমার এটা পরে শোনা -গঙ্গার কাদা জলে ও তাকিয়ে আমি পড়ছি ওর কবিতা
দীপা আমাকে লিখেই দেখাত ,আবীর দেখতো আমার এটা পরে শোনা -গঙ্গার কাদা জলে ও তাকিয়ে আমি পড়ছি ওর কবিতা
অর্জুন গাছ 🌿🌿🌿
বলিষ্ঠ বেদ পুরান পরে তবুও কিছু হলনা ,অর্জুন গাছটার !
ওর ডান হাতে গ্রন্থাগার ,বা হাতে কোর্ট ,
আইনের চোখে ধুলো দিয়ে ধর্ষণ করে চলেছে লাল পলাশ গাছ টাকে !
শিখর ওর বহু দূর , - বিশাল বাহু ,
দানবের মতো --
দানবের মতো --
পাড়ার মোড়ে ,সারাদিন জলন্ত সূর্য
পারেনি পোড়াতে একটি পাতাও ,
পারেনি পোড়াতে একটি পাতাও ,
রক্ত বীজের ঝাড় ,আগুন জল হজম করে প্রতিদিন ,
নিন্দুকেরা মাঝে মাঝে ওর গায়ের ছাল ছাড়িয়ে জল খায় ,
কেউ যদি পারে ওর মতো সু -পুরুষ হতে !!
অর্জুন গাছ টার উপড় সবার রাগ ,পুঞ্জীভূত
অথচ লাল পলাশকে কেউ দোষ
দেয় না ,,
দেয় না ,,
এতো রাগ যে চড়াইপাখী হেগে
যায় দু -বেলা !
যায় দু -বেলা !
সাদা কালো পোষাক পরা উকিল
ওরি ছায়ায় বসে ক্লাইন্ট কে বলে ,
ওরি ছায়ায় বসে ক্লাইন্ট কে বলে ,
-আরে ছাড়ুন তো ,টাকা মারুন আমি কোর্ট -এ বুঝে নেবো !
গ্রন্থাগার অনতি দূরে ,মাথা গুঁজে সায় দেয় ,,সব ঠিক হ্যায় বস্ ,,
মহা ঔষধি গুণ ,দূর্বলতা একটুকুত
আছেই !!
আছেই !!
🌿🌿🌿🌿🌿🌿
এই তুই কি পাজি দীপা
- কেনো
হাসে ,কাল অর্জুন গাছটায় ,হাত বোলাতে বোলাতে তুই যখন বললি দীপা এই হলো প্রকৃত পুরুষ ,এর সাতে প্রেম কর জীবন পাবি !তখন মাথায় এলো ,সাহিত্যের অর্জুন তুই -- তাই আর কি !
-- তুই কি ভয়ংকর অনুরূপ জানলে আমায় ক্যালাবে -
দীপা হাসে ,বললাম কি হলো ?
- সত্যি তোর লেখার তোর মুখের ভাষা কতো সাবলীল অথচ কি গূঢ় রহস্য থাকে ভাবতেই পারিনা
- কেনো
হাসে ,কাল অর্জুন গাছটায় ,হাত বোলাতে বোলাতে তুই যখন বললি দীপা এই হলো প্রকৃত পুরুষ ,এর সাতে প্রেম কর জীবন পাবি !তখন মাথায় এলো ,সাহিত্যের অর্জুন তুই -- তাই আর কি !
-- তুই কি ভয়ংকর অনুরূপ জানলে আমায় ক্যালাবে -
দীপা হাসে ,বললাম কি হলো ?
- সত্যি তোর লেখার তোর মুখের ভাষা কতো সাবলীল অথচ কি গূঢ় রহস্য থাকে ভাবতেই পারিনা
দেবদারু কাম খাবি
তবু জাম খাবি না
কামের থেকে জামের
দাগ বেশী !দাগ উঠবে না !!
তবু জাম খাবি না
কামের থেকে জামের
দাগ বেশী !দাগ উঠবে না !!
আমি হাসি !সত্যি কিনা বল ,শরীর তার ছবি আঁকে মুখে ,খুব ভালো করে দেখলেই বোঝা যায় কার মন কি চায় !
দীপা বলল এবার চল ,
-হ্যা ওঠ
-আবীর
-তুই আমায় ভালোবাসিস তাই না ?
- শোন দীপা ,অবশ্যই ভালোবাসি
তাই ভাল দেখতে চাই ,মুশকিল কি জানিস ভালবাসা মানে ভালো থাকতে দেয়া ,তুই যেদিন বললি তুই অন্য কাউকে ভালো বাসিস সেদিন আমার ভালবাসা পূর্ণতা পেয়ছে ,আমি খুশী তুই খুশী বলে ,
-আর শরীর ,দীপা বলে !
- হ্যা এটা একটা অভিধান ,যার ভেতর বহু প্রশ্নের মানে খুঁজে পাবি ,কিন্তু "মন "সেখানে অনুভব টাই খাটে ,তুই চলে গেলে সব সময় খুঁজব এটাই ,,,
-তোর সাতে কথায় পারব না ,তুই আমার গর্ভ ,কথা দিলাম কোনদিন ,কারো কাছে প্রকাশ করব না অথচ প্রতিদিন পূজা করব !
-হ্যা ওঠ
-আবীর
-তুই আমায় ভালোবাসিস তাই না ?
- শোন দীপা ,অবশ্যই ভালোবাসি
তাই ভাল দেখতে চাই ,মুশকিল কি জানিস ভালবাসা মানে ভালো থাকতে দেয়া ,তুই যেদিন বললি তুই অন্য কাউকে ভালো বাসিস সেদিন আমার ভালবাসা পূর্ণতা পেয়ছে ,আমি খুশী তুই খুশী বলে ,
-আর শরীর ,দীপা বলে !
- হ্যা এটা একটা অভিধান ,যার ভেতর বহু প্রশ্নের মানে খুঁজে পাবি ,কিন্তু "মন "সেখানে অনুভব টাই খাটে ,তুই চলে গেলে সব সময় খুঁজব এটাই ,,,
-তোর সাতে কথায় পারব না ,তুই আমার গর্ভ ,কথা দিলাম কোনদিন ,কারো কাছে প্রকাশ করব না অথচ প্রতিদিন পূজা করব !
দীপা চলে যায় ,
বহুদূরে আজ ও !! এখনো সে কবিতা লেখে আবীরের জন্য ,
বহুদূরে আজ ও !! এখনো সে কবিতা লেখে আবীরের জন্য ,
আবীর লেখে face booker জন্য
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
No comments:
Post a Comment