Sunday, January 1, 2017

মুদ্রা

শ্যামলী সেনগুপ্ত -------- পট্টবস্ত্রের পাড়ে আগুন রঙের মায়া অঙ্কুশ মুদ্রায় স্পর্শ করি জল ঝন ঝন বেজেওঠে ইড়া ও পিঙ্গলা মাদারের ফুল ঝরে রক্তের ভেতর আগুনের মন্ত্র জপি আগুন তর্পণ পট্টবস্ত্র একধারে,অন্ত্যে জোড়াসন আচমনে শুদ্ধ হোক বাহির ও অন্তর রূপান্তরে,ধারণ করি তেজস্মান-কর পট্টবস্ত্র আঁটে না--- বিস্ফার বিন্যাস লেলিহান মুদ্রা রচি আঁকি জীবন্যাস ~~~~~~~

No comments:

Post a Comment