Friday, January 20, 2017

মৌসুমী চৌধুরীর কবিতা

সম্পর্ক
মৌসুমী চৌধুরী

গনগনে শরীরী তাপমাত্রায়
উষ্ণায়ন শিমূল তুলোর বালিশে ।
ঘোর লাগা তপ্ত ঘোলাটে চোখে
তোমায় খুঁজি চার দেওয়ালে ।
তোমার চোখের আলো গ্রাস করে রাহু
সূর্য গ্রহণে !
অন্ধ করে রাখে আমায় ।
শুধু মনের অলিন্দে জ্বলে
একটি  গভীর বিশ্বাসের আলো ।
তোমার কাছে দাবী ছিলো ----
এক মুঠো রোদেলা দুপুর ,
মৃত্যু থেকে চুরি করা এক মুঠো জীবন ,
একটুখানি  সুগন্ধ
যেখানে আমার 'আমিত্ব' বিলীন  হয় !
আমার শেষ নিঃশ্বাসেও
তোমার শব্দেরা
ফুল হয়ে  ঝরুক ।
একটি কথাই তোমায় বলে যেতে চাই ,
হৃদয় ঘটিত এই হিমোগ্লোবিনই
সম্পর্কের অন্য নাম ।

No comments:

Post a Comment