Sunday, January 22, 2017

বলাই দাসের কবিতা

ধর্মাবতার
বলাই দাস

উত্তরাধিকারে পেয়েছি যৌনতা
পুরুষত্ব নাকি খুবই পোক্ত।

কোমল নাদুসনুদুস চেহারা দেখলেই মাংস খেকো জানোয়ার
কেমন ফনা তুলে দাঁড়ায় কেউটে!
আদিম যুগ গ্রাস করে অন্ধকার।

চার দেয়ালে আলো আসে যখন
কি লজ্জা কি লজ্জা!

  মোমবাতি যে এত উজ্জ্বল!
পুরে যাওয়া সলতের শেষ ধোঁয়া
   কখন যে দড়ি হয়ে ঝুলছে!

ধর্মাবতার আমি নিরপরাধ।
উত্তরাধিকারের দায়ে আমায়
ফাঁসাবেন না।

No comments:

Post a Comment