রাহুল গঙ্গোপাধ্যায়ের কবিতা
ফসফেটিক চশমাগুড়ো ঝরছে
২
ঘুনপোকার রোলার চালাও
বাষ্পীভূত করতে চাই কুমারী নেলপালিশ
এই বোধে যে সব পাতা ঝরে
ডানা ওড়ে।ছেড়ে
অনুলেপিত পোড়া গন্ধের ঘাস
ঘুনপোকার রোলার চালাও
বাষ্পীভূত করতে চাই কুমারী নেলপালিশ
এই বোধে যে সব পাতা ঝরে
ডানা ওড়ে।ছেড়ে
অনুলেপিত পোড়া গন্ধের ঘাস
সংকেতে ফেলে যাই।জীবাশ্ম যৌনতা
তুমি বললেই : হলুদ গ্যাঁদার রং
তুমি বললেই হলুদ পাতার মালা
তুমি বললেই।কাগজে হলুদ ছাপ।
তুমি বললেই : হলুদ গ্যাঁদার রং
তুমি বললেই হলুদ পাতার মালা
তুমি বললেই।কাগজে হলুদ ছাপ।
শিশির চটা রং।ধানশীষের আগায়
No comments:
Post a Comment