Wednesday, May 17, 2017



প্রত্যাশা

মুনমুন ভৌমিক দাম

আমার বুক পকেটে বারবেলা
অলিতে গলিতে মর্মাহত অক্ষর নির্বিকার
জাফরির গাঁ বেয়ে টুপটাপ শব্দ মাতোয়ারা
পদ্মপাতায় রক্ত শিশির রাত্রিবাস
আমার সমস্ত নিঃশ্বাস মানুষ পোড়া গন্ধ,

ধুলো মাখা স্তুপ ভেঙে
মৃত্যু খুঁজি আদিম ঘ্রাণে
আমি এক চিতাহীন পৃথিবী গড়বো
বৈশাখী বৃষ্টির জলে।

No comments:

Post a Comment