অ-কবিতার পর...
উদয় সাহা
এবার একটা 'কবিতা' লিখব
তুমি পড়বে।তুমি বলবে, সুন্দর
হয়তো বিতর্কিত অথচ প্রাসঙ্গিক
'ছুঁয়ে গেলে' পাঞ্জাবিবাবু বলবেন,'কবি নয় একটা বাঁদর।
তুমি পড়বে।তুমি বলবে, সুন্দর
হয়তো বিতর্কিত অথচ প্রাসঙ্গিক
'ছুঁয়ে গেলে' পাঞ্জাবিবাবু বলবেন,'কবি নয় একটা বাঁদর।
এবার একটা 'কবিতা' লিখব
তোমার চোখে ভেসে যাবে ছবি--
তুমি বলবে, অসাধারণ
অবশ্যই বাস্তব এবং সমসাময়িক
গদিতে বসে তিনি বলবেন,'ধিক!শত ধিক!'
তোমার চোখে ভেসে যাবে ছবি--
তুমি বলবে, অসাধারণ
অবশ্যই বাস্তব এবং সমসাময়িক
গদিতে বসে তিনি বলবেন,'ধিক!শত ধিক!'
এবার একটা 'কবিতা' লিখব
তুমি বুঝবে।ফুটে উঠবে হাসির রেখা চোখেতে
তুমি বলবে,খুব ভালো
একটা বিদ্রোহ আর একটা প্রতিবাদ
বাতানুকূল যানের ভেতর থেকেই বার্তা
যাবে,'ভেঙে দে ছাদ'।
তুমি বুঝবে।ফুটে উঠবে হাসির রেখা চোখেতে
তুমি বলবে,খুব ভালো
একটা বিদ্রোহ আর একটা প্রতিবাদ
বাতানুকূল যানের ভেতর থেকেই বার্তা
যাবে,'ভেঙে দে ছাদ'।
এবার একটা 'কবিতা' লিখব
তোমার আঙুল গুলো আদর ঢালবে কুৎসিত অক্ষরগুলোতে
তুমি বলবে,দারুণ
ভীষণ দরদি,আবেগপ্রবণ
উড়োজাহাজে তখন তিনি। চোখে তার অনন্ত অনল।
তোমার আঙুল গুলো আদর ঢালবে কুৎসিত অক্ষরগুলোতে
তুমি বলবে,দারুণ
ভীষণ দরদি,আবেগপ্রবণ
উড়োজাহাজে তখন তিনি। চোখে তার অনন্ত অনল।
আমি একটা 'কবিতা' লিখব
তোমার জন্য...
তোমার জন্য...
No comments:
Post a Comment