অয়ন মন্ডলের দু'টি কবিতা
প্রেম
ঘেউ ঘেউ ঘেউ। নামছে রাত। অচেনা গলি।
জোছনা প্রেম। একটান বিড়ি। গলা খাঁকরাই।
ওয়াক থু। উঠে আসা ঢেঁকুর ।ভরা পেটে ফল।
খালি পেটে জল। পানকৌড়ি প্রেম।
হাসি-হাসি-খুশি। খেলনা বাটি। বরবউ সাজি।
টিপমারা চোখ। ফুলে ওঠা বুক। পালকি চলা প্রেম।
গাঙ ধারে জাল টানি। লাল কাঁকড়ার সুড়সুড়ি।
ঝিনুকের মুক্তো। হাঁড়ি ভর্তি মিন। কেওড়াটক প্রেম।
হাঁটতে হাঁটতে পা জড়াই। হাতে হাতে হাত ছোঁয়াই।
ঠোঁটে ঠোঁটে ঠোঁট ঠেকল। পদ্ম কুড়ি প্রেম।
উড়ন্ত প্রেম
সারারাত ধরে আমি তোমার ওই
কুমারী স্তনের
কুয়াশা ভেদ করতে থাকি
লাগাই দাঁতের দাগ, ঠোঁটের ছোঁয়া
রং তুলিতে আঁকতে থাকি
স্বপ্নের খাতায় ---
সারারাত ধরে গুনতে থাকি নদীর ঢেউ
বালুচরে লাল কাঁকড়ার প্রেম
নীলিমায় উড়িয়ে দিই
এক ঝাঁক বিহগ...
এঁকে যাই স্বপ্ন, দগদগে উড়ন্ত প্রেম
বিন্দু বিন্দু জল থেকে, লবণ জলের সুস্থতা মেখে
ভালোবাসা ওড়াই ...
No comments:
Post a Comment