Friday, August 4, 2017

মধ্য রাতের  খন্ড কবিতা- পর্ব ১৪
      লক্ষ্মী নন্দী 

মৃত্যু পালনীয় অামি
তুমি এলেই মনে হয়
জীবন এসেছে ঘরে।
অালোরা দুখঃ দিতে জানে
তুমি জানো দিতে
অস্তিত্ব বিস্তৃতি। 
তোমার মিচমিচে পটভুমিতে
একবুক অালতো 
অন্ধকার যখন মিলেমিশে 
একাকার হয়ে যায়
মনে হয় এর চেয়ে 
মহৎ উৎসব অার
কি হতে পারে? 
তোমার কাছে শিখেছি
অন্ধকারের একটা নিজস্ব 
দ্যুতি অাছে।
অাছে নৈঃশব্দের ব্যাপ্তি। 
যার সঙ্গে অামার অতীন্দ্রিয় 
অনিত্য জীবনকে নিয়ে 
মোহমুগ্ধ অাত্মঅাবিষ্কারে 
এগিয়ে যেতে চাইছে -
তিথি থেকে তিথিতে
গতিদিব্যতার চন্দ্রমাসে।
জানি একদিন ঠিক এভাবেই 
নক্ষত্রের তীর্থে পৌঁছে যাবো। 
অার কখনো অালোতে এসোনা
অামি প্রভাত চাই না মধ্যরাত।।

No comments:

Post a Comment