Sunday, August 6, 2017

তুমি চাইলেই

মন্দিরা  ঘোষ

তুমি চাইলেই আমি হাত বাড়াই
পুকুরের শ্যাওলার মত সরিয়ে দিই
সময়ের বাধ্যবাধকতা

তুমি  চাইলেই তোমার অবাধ্য 
উপোষী ঠোঁটের সীমারেখা টানি
অচেনা অন্ধকূপে

তুমি চাইলেই একটা আস্ত জীবন 
ছুঁড়ে দিতে পারি 
ডাস্টবিনের পাতায়

তুমি চাইলে লোভী কুকুরের
ভোজসভায় পেতে দিই 
মধ্যবর্তী সময়ের বলিরেখা

তুমি চাইলেই কৃষ্ণচূড়ারাত গুলো 
লুকিয়ে ফেলি আমার
গোপন অন্তর্বাসে

তুমি চাইলে কফিনের আদরে 
আমি অপেক্ষা ধরে রাখতে পারি

 আজীবন

No comments:

Post a Comment