Wednesday, September 13, 2017












দৌড়
জয়ন্ত চ্যাটার্জী

ফিরে পাওয়া শব্দগুলিতে প্রত্যাশার কিছু নেই
গোলাবারুদের স্তুপে বেড়ে ওঠা মানুষগুলি,
আজ বড় অসহায়। "মুক্তিবাহীনি আসন্ন "-
শুধু এই কথাটুকুই  -
যাদের সহায় সম্বলহীন জীবনের বাঁচার অবলল্মন।
তারা চেনেনা কোনো পোশাকের রঙ;
জানেনা,কোন পতাকা তলে তাদের মুক্তি!
তারা শুধু জানে দৌড় -দৌড় -দৌড় ;
মুখে তাদের আল্লাহ্‌ ধ্বনি আজ মৃদু স্বরে বইছে ,
ট্রিগারের এক টানে এফোঁড়-ওফোঁড় হয় যদি,
এক মুঠো মাটি শরীর পাবে কিনা,তারা জানেনা? 
তারা শুধু জানে দৌড় -দৌড় -দৌড় ; 
এভাবেই পুরস্কৃত,তোমার-আমার পৃথিবীতে শরণার্থী জীবন । 
গর্ভবতী তপস্বী সন্ত্রাসবাদী লাশ জন্ম দিয়েও ছুটে চলেছে, কেনো জানো? সতীত্বর টানে। 
বৈঠা হাতে সূর্যাস্তের পূর্বে উজান বাইতো যারা,
তারা জানেনা বুটের আঘাতে পিষে যাওয়া, 
তাদের, ভায়েরা-বন্ধুরা-মেয়েরা-মায়েরা-
রক্তচোষকদের জ্যান্ত মাছের স্বাদ দিয়ে উঠতে পারবে কিনা!  
তবুও তারা দৌড়চ্ছে,শ্বেতশুভ্র পতাকা হাতে - 
নৌকোমানুষ সভ্যতার ইতিকথা নিয়ে,একমুঠো আকাশের খোঁজে -
যে প্রত্যাশা নিয়ে,আজ আপন করে নিতে চাইছো
কালচক্রে সেই আমিই,হয়তো আমার মতো অনেকেই , 
এখন দৌড়োচ্ছি, একটু ভালো থাকার তাগিদে।

No comments:

Post a Comment