Wednesday, September 13, 2017













ছেলেবেলার স্মৃতি
দীপশিখা চক্রবর্তী

জীবন আজ খোঁজে অবসর, একটুখানি শান্তি;
ছেলেবেলার সব মিষ্টি স্মৃতি জুরায় মনের ক্লান্তি।
তখন ছিল মান অভিমান চিলেকোঠার ওই ঘরে,
ক্ষণিকেই যা মিলিয়ে যেত সহজ হাসির সুরে।
হাতছানি দিয়ে ডাকে আজও শৈশবের চৌকাঠ;
নিশ্চুপে আজ গুণেই চলি ঝাপসা কড়িকাঠ।
কেন যে আজ সব অবসাদ হাসিতে ভোলেনা?
মনের কালো মেঘের ছায়া সাতরঙে ভরে না?
কবে যেন হলাম বড়,মিলিয়ে গেল সুখ,
নিঃসঙ্গতা আজ বড়ই কাঁদায়,তবুও হাসি মুখ।

No comments:

Post a Comment