Friday, November 29, 2019

























আমার প্রেমের পদাবলী
     শান্তনু দাস


শিশির মাখা সকালের
শীতল হাওয়া যখন 
ছুঁয়ে যায় আমার গাল
অনুভব করি তোমায়।

ছাতিমের গন্ধ যখন 
মাতাল করে
জ্যোৎস্না রাত্রিকে
মনে পড়ে তোমায়।

বিনিদ্র রজনী যখন
মধ্যপ্রহরের দিকে আগুয়ান
জানো, ঠিক তখনই 
কবিতা আসে মনে।

রজকিনী রামী হয়ে
পাশে এসে বসো তুমি
আমার হাতটি ধরে
তোমার নরম হাতে।

আমি লিখে চলি....
প্রেমের পদাবলী।

নামহীন, ছন্দহীন, দীন-হীন
কয়েকখানি লাইন
কবিতার মতো,
কবিতা হয় না জানি, 

তবুও .....




No comments:

Post a Comment