প্রতিদ্বন্দ্বীতা
খোকন বর্মন
দগ্ধ হওয়া দুঃখের লিরিক্স,
বোবা টানেলের ভিতর চিরাচরিত সুখ খোঁজে।
একটা প্রতিদ্বন্দ্বীতা
স্তব্ধতা ও উচ্ছাসের অটোরোটেড
এবং তিনদিনের সম্প্রচার।
এই ব্যালটবাক্স তো আমারই,
এ বিদঘুটে আত্মচরিত আমারই লেখা।
ঘুমের ভিতর চিৎকার,
রাসমেলায় আঁকিবুকি কাটে মদনবাড়ির পাথরের চোখ।
তবে পুনর্নর্বাচন কিসের!
ভালোবাসার ফানুস যদি ওড়াতে নাই পারো,
আঠারো বছরের আঁচে নিজেকে আর কত পোড়াবে।
No comments:
Post a Comment