এবং পিঁয়াজ
মাথুর দাস
কী আজব কান্ড দ্যাখো,
দিন পড়েছে কী আজ !
ঝাঁঝ বাড়াচ্ছে দিন কে দিন
দেড়শো দামের পিঁয়াজ ।
আমিষ টামিষ চুলোয় গেছে
মাছ মাংস ডিম,
দিন গুজরান করতে গিয়ে
খাচ্ছি যে হিমশিম ।
মজার ব্যাপার সকালবেলা
টোটোয় উঠে কাল,
বুঝতে গিয়ে রকম সকম
এবং যে হাল চাল --
ভাড়ার ছলে দিলাম তাকে
একটি বড় পিঁয়াজ,
রাগলো না সে, হাসলো বরং
পেলাম আমি লাজ ;
'ভাড়া আপনি ঠিক দিয়েছেন,
পিঁয়াজ পেলেই বাঁচি',
বলেই খুচরো ফেরত দিলো
তিনটি পেঁয়াজ ছাঁচি ।
No comments:
Post a Comment