ঘোরালো মন
বাণী প্রসাদ নাগ
পৌষালী বৃষ্টির আলো ছায়া কাকভোরে
খোলা জানালার ধারে একাকী আনমনে
রীণার মনে জাগে বিস্মৃত ফেলে আসা কথা
হয়েছিল দেখা এমনই দিনে নিভৃত গোপনে।
হারানো যৌবনের নেশায় আচ্ছন্ন এই উষায়
মনে পড়ে রূপকথার মতই মেতেছিল দুজনে
চেয়েছিল কতকিছু উদার বিশ্ব ব্রহ্মান্ডের কাছে
তবু কেটেছিল দিন অব্যক্ত বাসনা নিয়ে মনে।
অমাবস্যার ঘন আঁধারে রাত কাটে অনিদ্রায়
তবুও জোয়ার আসে সমুদ্রের আনাচকানাচে
নেই বিশ্রাম দিনরাত্রির আসা যাওয়ার মাঝে
রীণার জীবন নিশ্চল হয়ে আছে ভাটার টানে।
No comments:
Post a Comment