Saturday, January 18, 2020



























ফিরে পাব বলে 
বাণী প্রসাদ নাগ

অবচেতন মনের গভীরে লুকিয়ে কত ব্যথা
হারাতে চাইনা তাই এসেছি অতি গোপনে
তুমি যে আমার কত আপনার বিধাতাই জানে
ব্যথা পেয়ে চলে গেলে মননে তাই কষ্ট মনে। 
                            
মনে পড়ে ফেলে আসা হারানো নানা ব্যথা 
জানি না কিসের টানে গিয়েছি এখানে ওখানে
চাওয়া না পাওয়ার মাঝে চোখের আড়ালে
ছুটতাম কিছু না ভেবে অতি সঙ্গোপনে। 
                           
দু তিনটি পাশ করে কর্মাভাবে ভুগছিলে তুমি
তোমাকে কাছে, আরও কাছে পেতে ব্যস্ত যখন
মনের আবেগে বলেছিলাম “অকর্মণ্য” তোমায়
পুরনো দিন ভুলে সরে গেলে বহুদূরে গোপনে।  
                      
মান অভিমান  আর রেখো না ধরে মনে
এসেছি আমি লজ্জা ভুলে প্রায়শ্চিত্তের আশে
শিক্ষিত হয়ে শিক্ষার মান যাবে না’ক বৃথা
“অচ্ছে দিনের” অপেক্ষায় থাকব দুজনে। 

No comments:

Post a Comment