একা একদিন
বাণী প্রসাদ নাগ
স্মৃতিমাখা সকালে রোদে ছাওয়া আলোতে
বিস্মৃতির আঁধারে ভাসে কত ব্যথা মনে মনে
পাহাড়ের কোলে পাখিদের নানা কলরবে
বিদায় বেলার বুকভরা যাতনা ভাবি নির্জনে।
লাল চেলি পরে জীবনের স্বাদ পেতে ছুটছি পথে
বিধির বিধানে তুমি আর আমি পড়ি অঘটনে
কোথায় কে জানে, চলে গেলে আমাদের ছেড়ে
আমি শুধু তব পথপানে চেয়ে ভাসি দু নয়নে।
বসেছিলে তুমি জানালার ধারে আমি পাশে
গাড়িটা জোর ধাক্কা খেলো অন্য গাড়ির সাথে
রক্তে ভেসে তুমি পড়লে ঢলে আমার কোলে
রেখে গেলে আমায় এক অনিশ্চিত জীবনে।
No comments:
Post a Comment