Friday, February 21, 2020






















একা একদিন
বাণী প্রসাদ নাগ

স্মৃতিমাখা সকালে রোদে ছাওয়া আলোতে
বিস্মৃতির আঁধারে ভাসে কত ব্যথা মনে মনে
পাহাড়ের কোলে পাখিদের নানা কলরবে
বিদায় বেলার বুকভরা যাতনা ভাবি নির্জনে। 
                           
লাল চেলি পরে জীবনের স্বাদ পেতে ছুটছি পথে
বিধির বিধানে তুমি আর আমি পড়ি অঘটনে 
কোথায় কে জানে, চলে গেলে আমাদের ছেড়ে
আমি শুধু তব পথপানে চেয়ে ভাসি দু নয়নে। 
                           
বসেছিলে তুমি জানালার ধারে আমি পাশে
গাড়িটা জোর ধাক্কা খেলো অন্য গাড়ির সাথে
রক্তে ভেসে তুমি পড়লে ঢলে আমার কোলে
রেখে গেলে আমায় এক অনিশ্চিত জীবনে।

No comments:

Post a Comment