Friday, February 21, 2020



















ভাষা-মেয়ে

মৌসুমী চৌধুরী 


বর্ণমালা থেকে রক্ত মাড়িয়ে
উঠে আসে সুগন্ধি আতর,
ভাষা ঝিনুক থেকে তুলে নিই শব্দ-মুক্তো
আমার চেতনায় গজিয়ে ওঠে একটি গাছ।
তাঁর আঁচলে আমি লুকিয়ে রাখি
নিস্তব্ধ রাতকথা আর নোনা ঢেউ... 

আলো আঁধারে ফুটে ওঠে অক্ষর শ্বাস
মাথার ওপর ছন্দ-বাক্যের শামিয়ানা। 
ভাষা-মেয়ের অতল বুকের শিমূল-পলাশের ঘোর
পাঁজর জুড়িয়ে তুলে আনে ঝুমঝুমি সুর।
জীবন অলিন্দে ওষধি প্রলেপ...

আমাদের প্রেম ছড়ায় ময়ূরকণ্ঠী মাদকতা।
আমদের প্রেমে সেতু হয়ে জেগে রয় ভাষা-মেয়ে... 

বিনিসুতোর বাঁধনে আমি, সে ও সখা।

No comments:

Post a Comment