Thursday, July 2, 2020

এক পশলা বৃষ্টি
রুদ্র সান্যাল

অনেক ধ্বংস নিজেকে করেছি বারবার।
নিজের আগুনে করেছি নিজেকে ক্ষত।
তবুও মেটেনা সব হারাবার স্পৃহা!

বয়েস এগিয়ে চলে নীরব হাসি দিয়ে।
মুখেতে বাড়তে থাকে অনেক কাটাকুটি।
চারদিকে শুধু বিষন্নতার বিষ!

ম্লান মুখে চেয়ে থাকে শুধু, 
আমার একলা আকাশ।
পৃথিবীটা আজ মস্ত পাগলাগারদ!

কতবার আমি নীলকন্ঠ হবো? 
কিছুই চাই না আজ,
শুধু একপশলা বৃষ্টি আসুক জোরে।

অন্তত একবার....

(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)


No comments:

Post a Comment