মুজনাই সাহিত্য সংস্থা

লিটিল ম্যাগাজিন

Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

  

 

 

অসম্পূর্ণ সংলাপ

রুনা দত্ত

মেঘ ছুঁয়ে ছুঁয়ে জীবনের চারপাশে উড়ে যাচ্ছে 
আলেয়া রোদ
ঝুরো ঝুরো বৃষ্টি ঝরে পড়ছে আদি অনন্ত
পৃথিবীর বুকে
ভেজা মাটির সোঁদা গন্ধ,সবুজ ঘাসের
তাজা ঘ্রাণ 
সবই নিটোল পরিপূর্ণ বাস্তবতার নিরিখে...

অথচ আমাদের চারপাশে ঘিরে থাকে
ভাঙাচোরা কথার বক্ৰরেখা বা 
ধূসর আলাপন
দুএকটা ঢেউয়ের হিন্দোল,
জলজ অভিযোজন অতিক্রম করেও 
কবিতার দিলখোলা পাতায়....
শুধুই আঁকিবুঁকি অসম্পূর্ণ সংলাপের

হয়তো আমি তুমি বা আমাদের
অলিখিত চুক্তিপত্রে ছিলো না 
কোন স্থায়িত্বের মর্মকথা
কেবল দূরে দূরে ঝরা পাতার 
মর্মর নিস্তব্ধতায় ঝিঁঝিঁর ডাক
বৃষ্টির নিস্তরঙ্গতায় করুণ রাগিণীর ঝংকার
সবকিছুই যেন বড় বেশী মূর্ত 
জীবনের অন্ধকার নিসর্গতায়.....

 



mujnaisahhityapotrika at 8:36 AM
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

mujnaisahhityapotrika
View my complete profile
Powered by Blogger.