অসম্পূর্ণ সংলাপ
রুনা দত্ত
মেঘ ছুঁয়ে ছুঁয়ে জীবনের চারপাশে উড়ে যাচ্ছে
আলেয়া রোদ
ঝুরো ঝুরো বৃষ্টি ঝরে পড়ছে আদি অনন্ত
পৃথিবীর বুকে
ভেজা মাটির সোঁদা গন্ধ,সবুজ ঘাসের
তাজা ঘ্রাণ
সবই নিটোল পরিপূর্ণ বাস্তবতার নিরিখে...
অথচ আমাদের চারপাশে ঘিরে থাকে
ভাঙাচোরা কথার বক্ৰরেখা বা
ধূসর আলাপন
দুএকটা ঢেউয়ের হিন্দোল,
জলজ অভিযোজন অতিক্রম করেও
কবিতার দিলখোলা পাতায়....
শুধুই আঁকিবুঁকি অসম্পূর্ণ সংলাপের
হয়তো আমি তুমি বা আমাদের
অলিখিত চুক্তিপত্রে ছিলো না
কোন স্থায়িত্বের মর্মকথা
কেবল দূরে দূরে ঝরা পাতার
মর্মর নিস্তব্ধতায় ঝিঁঝিঁর ডাক
বৃষ্টির নিস্তরঙ্গতায় করুণ রাগিণীর ঝংকার
সবকিছুই যেন বড় বেশী মূর্ত
জীবনের অন্ধকার নিসর্গতায়.....
No comments:
Post a Comment