Saturday, October 31, 2020


 

 

 

 

 

 

 

 

সমাজ
অদিতি মুখার্জী (সেনগুপ্ত) 

পুরুষতান্ত্রিক সমাজটা আজ বড়ই মজাদার ,
হেথায় শৈশবের আখ্যান হয় ছেলেবেলা, মেয়েবেলা শব্দটি মেলা বড্ড ভার। 
পুরুষকে বলে বেটাছেলে, নারী হেথা মেয়েছেলে, 
এখানকার অভিদানটা বড্ডই হাস্যকর।। 
সংবাদপত্রের প্রথম পাতায় নজর কারে - 
বধূ নির্যাতন, কন্যাভ্রুন হত্যা, এ সকল খবর। 
কখনও পুরুষ নারীর রক্ষক, আবার সেই কখনও ভক্ষক -
ইতিহাসের নিদারুণ সাক্ষী "পদ্মিনীর জৌহর"।।
ইংরেজের বিরুদ্ধে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ তুলেছিল তলোয়ার, 
শহীদ হয়েছিল হাসিমুখে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদার।
নারী তবুও চিহ্নিত অবলা হিসাবে সর্বত্র সর্বদা, 
কিন্তু হায়!পূজার বেলায় নারী শক্তিই পূজিত সর্বথা।। 
চলো তবে  জয় মা বলে ভিরাও তরী,
প্রমাণ করতে হবেই হবে পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় এদিনের নারী।।

No comments:

Post a Comment