জন্মদিন
খোকন বর্মন
বাসভাড়ার
অভাবে প্রেমিকার সাথে দেখা নেই দীর্ঘদিন। অন্তর্দ্বয় নেই বলে চাল পাচ্ছি
না খিদেমাফিক। গোটা সংসার পুড়ে যাচ্ছে খিদের কেরোসিনে। টেনশনের চাঙরা পেতে
বসে আছি দীর্ঘ আটবছর। দু একঘর না এগোতেই কিছু ভুল আমাকে খেয়ে নিচ্ছে ক্রমশ, ফিরে যাচ্ছি হতাশার নির্জন ঘরে। ছক্কা ছক্কা করে জীবনে নেমে আসছে
ব্যর্থতার অনিয়মিত পুট। এইদিকে বোনের কুড়ি , মায়ের অপারেশন। আঠাশের সেগুনটার
কথা ভাবতেই আমার চোখদিয়ে শ্বাসকষ্ট বেরিয়ে আসছে ক্রমাগত। অথচ তুমি আজও
চশমা পরলে না হে ঈশ্বর।
No comments:
Post a Comment