Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                  কতো আকাশ

                       গৌতম বিশ্বাস

 

 

 বিকেলের দিকে আকাশটা বড়ো নিচে নেমে আসে ডাক্তারবাবু আর পেটে তলায় তলায় চাপ ধরে

তবে যে চালাচ্ছিস রিক্সা ?

সে আপনি , তাই নইলে কতক্ষণ চলে যেতাম বাড়ি

হুম , বুঝেছি একবার আসিস

 

ডাক্তার অবশ্য কোয়ার্টার অবদি যায়না মাঝে দিপ্তীদির চায়ের ঠেকে নেমে যায় রসুল গিয়ে বাড়ি পৌঁছে দেয় ডাক্তারি পোশাক ওর বৌদি যা দেবার দেয় ব্রিজ ব্রতময়ের অনেকদিনের নেশা

 

আজ কিছু দেরি পুজোর চাঁদা চাইতে এসেছিলো ছেলে ছোকরা সব ডাক্তার কিনা দাবী তাই ল্যাজেগোবরে করে দেবারই কথা সেইসব চাপান উতোর , দুএক কথাবার্তায়,  দেরী হয়ে গেলো

 

সে এক কিন্তু রসুল যা বলল , সে ভাবনার কথা আকাশ নিচে নেমে আসে কাব্য নয় কাব্য করার কথা নয় রসুলের তার মানে , তার মানে কি দমচাপা লাগে ?  দমচাপা লাগলে কি আকাশ নিচে নেমে আসে , ঘিরে ধরে , পেটের তলায় তলায় !

 

না , আজ আর খেলা হবেনা ব্যাপারটা ভাবাচ্ছে বড়ো আকাশ নেমে এলে পেটের তলায় তলায় চাপ ধরে এতদিন থেকেও এদেশের ভাষা শিখলোনা ডাক্তার পেটের তলায় নয় , তলায় তলায়

অদ্ভুত ভাবনাটা ভেবলে দিচ্ছে কথা সহজ নয় ডাক্তারি শাস্ত্রে পেটের তলায় তলায় লে কিছু কি লেখা আছে ? কই , দেখেনি তো !

 

আকাশ নেমে আসে , তারইবা মানে কী ? বিকেলের দিকে নামে

 

বড়ো বিব্রত বোধ হচ্ছে

 

আজ মাসের ওপর ব্রতময় এই কানাঘটি গ্রামের হাসপাতালে এসেছে সেই শুরু থেকেই রসুলের রিকশা আধঘন্টাটাক পথের বাড়ি ফেরা নানা গল্পই হয় বেশিভাগই রসুলের পরিবারের নানা অসুখ , আরো নানা গ্রামীন ব্যাপার স্যাপার কিন্তু তার নিজের কোনও অসুখ  ছিলো কখনও বলেনিতো !

 

চায়ের দাম মিটিয়ে উঠে পড়ল ব্রতময় দশ মিনিটের পথ হেঁটেই ফেরে বরাবর

 

চান সেরে মেঘনাকে বলতে সে তো হেসেই কুটিকুটি বলে , তুমিও যেমন , তোমার পেশেন্টও তেমনি রাজযোটক ডাক্তার পদ্য লেখে , মাথায় আকাশ ভেঙে আসে রিকশাওলার

 

ব্যাপারটা অত সহজ নয় , বুঝলে সব অমন দুচ্ছাই করে ফেলে দিলে হবেনা

তুমি নিশ্চিত , এমনটাই বলেছে ?

তবে আর বলছি কী ? সেই জন্যেই তো খটকা গো

তবে আর কী যে বলেছে তাকেই জিজ্ঞেস করো

 

রাতে আজ ঘুম হবেনা বিকেলের দিকে আকাশটা বড়ো নিচে নেমে আসে ডাক্তারবাবু , আর পেটে তলার তলায় চাপ ধরে

 

উঠে পড়লো ব্রতময় হালকা চাদর গায়ে বেড়িয়ে এলো পথে রাত কতো হবে ,সাড়ে তিনটে কি পৌনে চারটে আপাতত দিপ্তীদির চায়ের দোকান

আকাশে রঙ লাগতে এখনো কিছু দেরি

 

                                               

 

বিকেলের দিকে আকাশ কি সত্যিই নেমে আসে রে রসুল ?

আসেতো

আর পেটের তলায় তলায় ব্যথা করে ?

ব্যথা তো বলিনি , চাপ ধরে বলেছি

 একটু ভেঙে বলবি তো নাকি নইলে চিকিৎসা কি ছাই হবে ? তলায় , না তলায় তলায় ?

বলছি তো তলায় তলায় ছাড়ুন ডাক্তারবাবু , বাদ দিন কিছু নয়

তা বললে হচ্ছেনা রসুল রাতে ঘুম হয়নি আমার ভোরে দিপ্তীদির চায়ের দোকানে বসেছিলাম জানিস ? ঘুম এলোনা সারারাত

আজ আর নতুন কবিতা নেই , ডাক্তারবাবু ?

এই এই ডান দিকে যা , ডাইনে ফের রসুল

 

ফিরতেই বুড়োধন বট কবেকার কে জানে দুশো তিনশো , নাকি আরো কত বছরের জন্ম পাকুড় আসলে কী মহিমা সে যে দেখেছে , সে জানে

সেইখানে রিকশা থামতে বসলো গিয়ে দুজনা

 

নে , এবার বল

 

বিরাট বটের চাঁদোয়া নামিয়ে এনেছে আকাশ ব্রতময় রসুলের এতটা পাশে ঘেঁসে বসলো , ওর ঘামের গন্ধ পাচ্ছে

 

কি রে , বল এইতো আকাশ নেমে এসেছে তোর পেটের তলায় তলায় চাপ লাগছে কিনা বল

রাজাকার জানেন , ডাক্তারবাবু ?

হু , জানি বৈকি , মুক্তিযুদ্ধের বিট্রেয়ার

মুক্তিযুদ্ধ জানেন ?

জানি মানে , দেখিনি তো আর , শুনেছি তা তুই হঠাত মুক্তিযুদ্ধ নিয়ে পড়লি যে বড়ো ? তুই জানিস নাকি মুক্তিযুদ্ধের কথা

শেষ অব্দি জানিনা পালিয়ে এসে ছিলাম আসলে

কী বলছিস রসুল , তুই মুক্তিযুদ্ধ দেখেছিলিস !

শুধু তাই নয় ডাক্তারবাবু , আমার বাবা ছিলো একজন রাজাকার

বলিস কী !

ঠিকই বলছি ডাক্তারবাবু , বাবাকে টেনে নিয়ে কোথায় ফেলে দিয়েছে জানিনা পারলে আমিও করতাম আমার জন্মদাতা , পিতা একজন রাজাকার ছিলেন যদি জানতাম , আমিই খুন করতাম ওঁকে আল্লাহ আমায় সে সুযোগ দিলেন না

তারপর ?

আমার বন্ধু সমর খবর এনেছিলো বাবার হত্যায় হয়তো সেও শামিল ছিলো কিন্তু সে ছিলো আমাদের ইস্কুলের সেরা ছেলে আর আমার জিগরি দোস্ত জানিনা বেঁচে আছে কিনা

হ্যাঁ , কী বললো সে ?

বললো , জলি , আমার ডাকনাম ছিলো ওটাই , বললো , ভাগ জলি , চাচাবাবু নেই , শেষ , এবার তোকে ধরবে ওরা ভাগ , ভেগে যা ইন্ডিয়া তো এলাম সাঁতরে নদি পার হয়ে না খেয়ে না দেয়ে এলাম ভিক্ষে করে চললো কিছুদিন কতই বা বয়স তখন , চোদ্দ , পনেরো , কে জানে

 

তারপর ? এছাড়া আর কিছু আসছেনা জিভে

 

ফিকে হয়ে আসছিলো সব কম সময় তো নয় শরীর ভেঙে আসছিলো ভাবলাম , একবার দেশটা না দেখেই মরে যাবো ?

 

গেলি ?

 

না সে আর কই ওপাড়ার এক বাড়ির বাবুকে নিয়ে গেছিলাম সেদিন রিকশায় দেখি ছবি হচ্ছে

 

টিভি ? হ্যা , দাশগুপ্ত বাবুর আছে ছবি হচ্ছে তো কী ?

 

না , ছবিতে পদ্মা ছিলো আমি দেখেছিলাম জল খাবার ছুতোয় , এই একটু শরীর খারাপ এসব করে বেশ অনেকক্ষণ দেখেছিলাম

 

বেশ করেছিস দেখেছিস কিন্তু তাতে কী হল ?

 

দেখছিলাম আমার দেশ আহ আমি কি চাইনি , বলো ডাক্তারবাবু , শুধু বাবার কারণে

 

হুহু করে কেঁদে উঠলো রসুল

শুধু বাবার কারণে আমি আমার একান্ত নিজের আকাশ হারালাম ডাক্তারবাবু

 

বুঝেছিরে চল বলে ঘারে হাত দিয়ে রসুলকে নিয়ে চললো ব্রতময়

 

                            

 

রিকশা চালাচ্ছে ডাক্তার রসুল হোই হোই, লাগলো লাগলো , করে চলেছে

 

 

এখন আর বিকেল নেই চাঁদ উঠেছে অনেক ওপরে আকাশে একটা আকাশ

 

 

                                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment