আমায় কেউ মনে রাখেনি
প্রনব রুদ্র
যাদের মনে রাখবার কথা ছিলো-
তার কেউ দু'বার ফোনই করেনি।
এক সময় যাদের বুদ্ধি-পরামর্শ, টাকা-কড়ি-সময় ইত্যাদি
সহযোগে সাহায্য করেছি ;
তারা তৃতীয় বারও সাহায্য চেয়েছে-
শুধু আমাকে মনে রাখেনি; ব্যক্তি মননের খোঁজ করেনি।
জীবনের অভিধানে হয়তো কৃতজ্ঞ শব্দটা আছে, থাকেও;
চলার পথে বেশিরভাগ যে অবস্থান বিন্দুটা পাই,
তা আসল পরিচয়ে হয় কৃতঘ্ন।
আমি অকৃতজ্ঞ নই, আমি অকৃতঘ্ন।
তোমাদের ভালোবাসা নিয়ে বেঁচে আছি।
ব্যক্তিগত সমস্যায় নিমজ্জিত থেকে বুঝলাম
যৌন চাহিদার মতো শারীরিক এ জীবন,
অস্তিত্ব ফুরিয়ে ফেলেছে- এইতো জীবনের অনির্বায চলা
চলনগতিতে অন্যত্বেরবোধ সহজাত, জোরলব্ধ নয়।
আমাকে কেউই নোটিশ করেনি,
বিগত ছ'দিন যে সারমেয়কে খাবার দিলাম;
আজ সেও পাশ দিয়ে নির্বিকার চলে গেলো!
অথচ একদা সে কতো সুন্দর লেজটি নাড়তো,
মিষ্ট কতো কথা বলতো, যথেষ্ট শিক্ষিতও ছিলো,
কিন্তু যেই জানতে চাইলাম- "লেজ যে নাড়ছ,
সব সত্য জেনে আর স্বীকার করেই তো?"
অমনি দূর থেকে ঘেউ ঘেউ করতে লাগলো!
অবশ্য, অধিকাংশ সমস্যা যদি আমরা দেখি
দেখতে পাই, অন্যের জন্যই সর্বদা তৈরী হয়
নিজের তেমন কোন দোষ থাকে না
এবং অন্য পক্ষটিও এমনটাই ভাবে।
আসলে সত্যটা এই যে-
আমি মনে রেখেছি
আমাকে কেউ মনে রাখেনি
যাদের মনে রাখার কথা ছিলো … …
No comments:
Post a Comment