চাঁদা
শঙ্খনাদ আচার্য
তিন-পাড়ার মোড়ের মুদিখানায়
বলে গিয়েছে তিন 'দাদা',
দু-হাজার করে দিতেই হবে
ছ-হাজার টাকা মোট চাঁদা।
পুজো নাকি প্রেস্টিজ ফাইট
পাড়ায় পাড়ায় কেবল বড়াই,
'মা দুর্গার' প্রেস্টিজ নিয়ে
মর্ত্যে চলছে তুমুল লড়াই।
চাঁদা না দিলে বন্ধ দোকান
খুলবে যে তা, সাধ্যি কার ?
খাওয়া-পরা না জুটলেও
চাঁদা দেওয়া খুব দরকার।
কষ্টে-সৃষ্টে টাকা জুগিয়ে
বলে পাঁচু হয়ে জেরবার,
করজোড় করছি 'মা'-গো
বাপের বাড়ি এসো না আর।
No comments:
Post a Comment