Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   প্রেমদাগ

অর্পিতা গুহ মজুমদার

চেনা রিংটোনটা কবে থেকে যেন অচেনা হয়ে গেছে,
কললিস্টের ওপরে থাকা নামটা ক্রমশ: নেমে গেছে নীচে।
সবুজ বিন্দুটা আর কোনদিন জ্বলে ওঠেনি,
নির্ঘুম রাতে শব্দ নিয়ে খেলা হয়নি আর.....
জলের সংসার ভেঙ্গে জলপিপি হয়েছে নিরুদ্দেশ ;
অযুত তারারা কিন্তু  আকাশে
রয়ে গেছে স্থির।
শাড়ির ভাঁজে এখনও গোপনে রাখা
আছে প্রেমদাগ,
তবু মরচে ধরা অনুরাগ কোন্  চমকের আশায় নি:শব্দে রাত জাগে....

No comments:

Post a Comment