মায়ের আগমনে
কমলেশ মণ্ডল
মায়ের আগমনী সুর বাঁধা এই ধরাধামে।
দশভূজা
রূপে অবতীর্ণ হয়ে ভরিয়ে তুলেছে দশদিক। ভয়াবহ মহামারীর দিনেও খুশির রঙ
ধরেছে সবার চোখে, মনের দরবারে।মনে হয় মার আগমনে,মার ডাকে মহামারীও ঠিক
বিলুপ্তির পথে। সকলেই বাঁচার আসা খুঁজে পেয়েছে।মনে একটু শান্তি, আশ্বাস
নেমে এসেছে। পুজোমন্ডপে সাজের বাহার, প্যান্ডেলে প্যান্ডেলে নানান রকমারি
কারুকার্য। নিত্যনতুন চমক দেখা মেলে পুজো মন্ডপে ও বিভিন্ন ক্লাবে
ক্লাবে।নব যুবক, যুবতী, বয়স্ক ও নবদম্পতির হৃদয়ে ধরেছে ডানা। সকলেই
কর্মের মধ্যে ব্যস্ত থেকেও যেনো তাদের মধ্যে একটা অকৃত্রিম আনন্দ জেগে
উঠেছে। কেউবা মায়ের ভোগ কিংবা বিভিন্ন পঞ্চব্যঞ্জন স্বাদে ভরা
খাবার,নাড়ু,পায়েস,পিঠে তৈরিতে সদা করেছে নিয়োজিত। জিবন হয়ে উঠেছে ঠিক
প্রানবন্ত।মাকে কাছে পেয়ে নতমস্তকে জীবন সকলেই করেছে অর্পন। পুজোর ডালা
নিয়ে সকলেই মায়ের পদতলে ঠাঁই নিয়েছে। চারিদিক যেনো শুভ শুভ ভাষা বয়ে
চলেছে। করজোড়ে ঢাকের তালে সব্বাই হয়েছে মাতোয়ারা।
মা এবার সকলের কায়মনোবাক্য পূর্ণ করবে নিশ্চয়।যে যার ইচ্ছে সব কিছুই চেয়ে নিয়েছে মনের আঙিনায়।
প্রেমরাশি
প্রস্ফুটিত হয়েছে হৃদয় কাননে। পৃথিবীতে নেমেছে শান্তিছায়া,প্রকৃতি
ভাসিয়ে দিচ্ছে অবিরত প্রেম। সমিরন,গগন,খোলামাঠ , চন্দ্র, সূর্য,
জোতিস্ক, নক্ষত্র সকলেই যেন একাকার হয়ে মায়ের সরণাগত। তাই ধরিত্রীর উঠোন অমলীন সুখে বিরাজমান।।
No comments:
Post a Comment