সবুজ আয়না
বিজয় বর্মন
দীর্ঘ জীবনের জল মাপে ,
দিগন্ত বিস্তার সবুজ ও নীলের রংমিলান্তি রেখা ,
দারিদ্রতা আহ্বান করে সংগ্রামের,
পেট আর পিঠের স্বাভাবিক দূরত্বের লড়াই।
আধপোড়া মাটির উনুন হা করে আকাশের দিকে,
নজর যেন স্থির, মহুয়ার নেশায়।
ধামসা মাদলের দ্রিম দ্রিম শব্দে,
ভেসে উঠে লুকোনো হাসি,
মাটির দেওয়ালে আঁকে, নানান আল্পনা ।
No comments:
Post a Comment