উৎসব শুরু।
তবে এবারের আবহ সম্পূর্ণই আলাদা।
তাই এবারের উৎসবের তাৎপর্যও ভিন্ন।
এক বিরুদ্ধ পরিস্থিতিতে দিশেহারা এই সময়ে উৎসব তখনই সফল হবে যখন আমরা নিরন্ন অসহায় মানুষের পাশে প্রকৃত অর্থে দাঁড়াতে পারব।
মানুষের সুখ, সমৃদ্ধি ও শান্তির চাইতে তো বড় উৎসব আর কিছু হতে পারে না, তাই এবারের উৎসব আমাদের অন্য শিক্ষা দেবে এটাই আশা রাখি।
দ্রুত থামুক মৃত্যু মিছিল। দ্রুত সুস্থ হোক পৃথিবী।
উৎসবে এটাই চাওয়া। আর কিছু নয়।
অঙ্কিতা ধর
মুজনাই অনলাইন সাহিত্য পত্রিকা অনলাইন উৎসব সংখ্যা ১৪২৭
মুজনাই সাহিত্য সংস্থা
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রচ্ছদ- ঋত্বিক চৌধুরী
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন উৎসব সংখ্যা
এবারের সংখ্যায় আছেন যাঁরা
মণিদীপা নন্দী বিশ্বাস, ড. ইন্দ্রানী বন্দোপাধ্যায়, তৈমুর খান, গৌতম চক্রবর্তী, শ্যামলী সেনগুপ্ত, যাজ্ঞসেনী, সুবীর সরকার, কুমকুম ঘোষ, নির্মাল্য ঘোষ, সুবীর এস রায়, চন্দন কুমার দাস, আফতাব হোসেন, জয়শ্রী চ্যাটার্জি, রীতা মোদক, অঙ্কিতা ধর, অভ্রদীপ ঘোষ, গৌতম বিশ্বাস, বানী প্রসাদ নাগ, বেলা দে, রক্তিম লস্কর, অনুস্মিতা বিশ্বাস, রাহুল গাঙ্গুলি, রুদ্র সান্যাল, অর্পিতা গুহ মজুমদার, সুপর্ণা চৌধুরী, শঙ্খনাদ আচার্য, কিশোর পন্ডিত, সুদীপ কুমার বোস, মৌসুমী চৌধুরী, স্বপন দত্ত, বিজন মজুমদার, প্রসূন সমাজদার, সুস্মিতা পাল কুন্ডু, বাবলি দে সরকার, জয়দীপ বসু, কাকলি বিশ্বাস সরকার, অমল রায়, অমিতাভ সরকার, প্রনব রুদ্র, নয়ন রায়, পাপিয়া চক্রবর্তী, নবনীতা, শঙ্খ মিত্র, রীনা মজুমদার, সায়ন ব্রক্ষ্ম, অদিতি সেনগুপ্ত মুখার্জি, মাম্পি রায়, গৌতমী ভট্টাচার্য, সম্পা পাল, তৌফিক ইমরোজ খালেদি সরদার, নন্দিতা পাল, চন্দ্রানী চৌধুরী, মনোজ ভৌমিক, বিজয় বর্মন, লুবনা আখতার বানু, নন্দিতা কার্জী, দীন মোহাম্মাদ দুখু, সত্য মোদক, তাপসকিরণ রায়, সুনন্দ মন্ডল, আফরোজা খাতুন, অসীম মালিক, খোকন বর্মন, মৌসুমী নন্দী, অনুনয় চ্যাটার্জি, শিল্পাশ্রী রায়দে, সাত্যকি, সুজাতা পাল বসু, আবু আফজাল সালেহ, সজল কুমার টিকাদার, পরিজ্ঞান চক্রবর্তী, পার্থ সারথি চক্রবর্তী, মধুমিতা শীল মন্ডল, সায়ন্তন ঘোষ, তৃণা মুখার্জি, পলাশ পাল, মাথুর দাস, বিপ্লব গোস্বামী, অতনু মৈত্র, মজনু মিয়া, রবীন বসু, রুনা দত্ত, শাহীন রায়হান, মহসিনা বেগম
No comments:
Post a Comment