দুর্গা পূজা
অদিতি (সেনগুপ্ত) মুখার্জী
পুজো মানেই বাঙ্গালীর মনরাঙানো আনন্দ,
পুজো মানেই আকাশে- বাতাসে অন্যরকম গন্ধ।
পুজো মানেই ঢ্যং কুড়াকুড় বাদ্য বেজেছে,
পুজো মানেই গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে।।
পুজো মানেই মহালয়ায় - "বাজল তোমার আলোর বেণু, মাতল যে ভুবন,
পুজো মানেই রাত জেগে মন্ডপে-মন্ডপে প্রতিমা দর্শন।
পুজো মানেই সবার নূতন পরিধান,
পূজো মানেই সবার উৎসব মুখর প্রাণ।।
পুজো মানেই মন্ডপে-মন্ডপে আধ্যাত্মিক চন্ডী পাঠ,
পুজো মানেই বন্ধু-বান্ধবের সাথে হই -হুল্লোড় করার সাঁট -গাঁঠ।
পুজো মানেই মুখরোচক মিষ্টির সম্ভার,
পুজো মানেই রোজ মন পসন্দ আহার।।
পুজো মানেই কত-শত পুজা-সংখ্যা, গল্পের সম্ভার:
পুজো মানেই বই- পত্তর যাক ঘুমাতে, নেই চিন্তা পরীক্ষার।
পুজো মানেই বিদেশ হতে দেশে পারি দেওয়া,
পুজো মানেই দ্বন্দ ভূলে, একই বৃন্তের শাখা-প্রশাখা হওয়া।।
পুজো মানেই সবার মনে আশার আলো জাগবেই জাগবে,
পুজোর শেষে সবার মুখে-মুখে -"আসছে বছর আবার হবে"।।
No comments:
Post a Comment