সপ্ত সতী
মাম্পি রায়
তান্ডবহারী হে সুরেশ্বরী ; তুমি ঘোঁচাও বিষ-
আঁধার।
আছে যত শত উন্মাদ সুর,কর তারে
সংহার।
ত্রিশূলিনী তুমি, দনুজদলনী ; খর্গ তুলে ধর;
হাজার,শতক, কামুক শরীর নিমেষে ধ্বংস
কর।
আছে চেয়ে সব নিপীড়িত নারী তোমাকে
ভরসা করে,
প্রলয়রুপিনী মা কান্ডবারিণী, তুমি
কালনৃত্য কর।
দানব রুপী অমানুষ গুলো অবরিছে বিনা
লাজে,
মায়াপুরি এই ভবের চাঁদরে সে মুখ লুকিয়ে
আছে।
এস মা তুমি জ্বালামালিনী, মৃত্যুঝড়ের মত,
পুড়িয়ে ফেলো লালসার স্তূপ কালিমা নগ্ন
যত।
No comments:
Post a Comment