বক্সাপাহাড়ে
অনুনয় চ্যাটার্জি
ভাতখাওয়া থেকে যাই সান্তালাবাড়িতে
সিঞ্চুলা পাহাড়েরা খাড়া এক সারিতে।
হাটবারে ব্যস্ততা গিয়ে দেখি ওখানে
মোমো খেতে বসে পড়ি হেমাদির দোকানে।
এর পরে চলা শুরু, গতি মৃদু-মন্দ
নাকে এসে লাগে যত জঙ্গুলে গন্ধ।
নির্জন বাঘবনে পাখি ডাকে অজানা
বাঁক নিতে চোখে পড়ে মেঘে ঢাকা জেলখানা।
আরেকটু এগোতেই ধরে পাকদন্ডি
দুর্গের দেয়ালেতে ইতিহাস বন্দি।
পাশে পাশে নেচে চলে সুন্দরী ঝরনা
সবে মিলে বক্সা যে বিচিত্রবর্ণা।
বসা নয়, বসা নয়, সময়ের আছে মানা
সামনের পাহাড়েতে আজকের আস্তানা।
অনাবিল প্রকৃতিই এপথের নির্যাস
লেপচাখা গ্ৰাম নয়, স্বপ্নের ক্যানভাস!
No comments:
Post a Comment