উজান স্রোতে
শঙ্খ মিত্র
গভীর গোপন কান্না নিয়ে
একলা দুয়ার ঠায় দাঁড়িয়ে।
বাধ্য হয়েই পা বাড়ালে,
ভিড়ের মাঝেও একলা হ'লে।
বুকের ভেতর অথৈ জল,
মনমাঝি তুই সমঝে চল।
মিটিয়ে নেবে সকল ক্ষতি
পেরিয়ে গেলে কালের গতি।
বিন্দু বিন্দু জল চুঁয়ে যাক,
প্রগাঢ় হোক জন্মদাগ।
জন্মই যখন শ্রেষ্ঠ দান,
শুষে নাও যত অনাঘ্রাত ঘ্রাণ।
মন্ত্র আছে চরৈবেতির
এগিয়ে চলাই অশ্বমেধ,
নিয়ম ভেঙে অনিয়মের
করতে হবে লক্ষ্যভেদ।
বুঝবে যেদিন পথের দাবী
চলবে নিজের মতে,
ডিঙিয়ে বাধা, ছুটবে তরী
ভাসবে উজান স্রোতে।
No comments:
Post a Comment