সমুদ্রের গভীরতা
রীনা মজুমদার
সাগরের কূলে ভোরের
স্বর্গীয় আলো মুখে মেখে
ঢেউয়ের পর ঢেউ আসে
হিসেব মেলাতে পারি না
সমস্ত খেলা জুড়ে যেন
মুহূর্তের সুখ ও আনন্দটুকু ।
আর, মাঝসাগরের অপরূপ !
শান্ত সমুদ্রের উপর দিয়ে
সাগর বিহঙ্গরা নীড়ে ফেরে
ডানার ছায়ায় ছায়ায়
বন্ধনহীন নিবিড় প্রাপ্তি,
দিগন্ত ছুঁয়ে পূর্ণ গভীরতায়
শুধু তোমাকে দেখি..।
একদিন বলেছিলাম,
বাবা, আমাকে সমুদ্রে নিয়ে যাবে?
আজও, বাবার হাত ধরে আমি
সমুদ্রের গভীরতা দেখি...
No comments:
Post a Comment