Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 ইতি কথা

       কাকলি বিশ্বাস সরকার

        গল্পটা এখানেই শেষ।
 সে সব হারিয়ে যাওয়া ইতি কথা।
 তবুও মন জুড়ে সতেজতায় ভরা,
   বকুল তলায় দেখা।
  হাতে হাত , চোখে চোখ,
  নিমেষে হারিয়ে যাওয়া।
   সে তো অনেক বছর!
    আজ সে ঘরনী ,
         দুটি সন্তানের জননী।
     আমি ও গেরস্থ হয়েছি এখন।
    পূজা এলেই বকুলের কথা
      আজও মনে পড়ে।
   ঘর বাঁধা হয়নি!
   তবুও মন বাঁধা আছে।
   হঠাৎ বারো, এক যুগ‌।
  সেই আঁখি  জোড়া মণ্ডপে ফেরে।
      একি সত্য!
      নাকি ভ্রম?
 এসে কাছেই,
     ভালো আছো?
আছি, তবে! 
       আগের মতন কি ?

No comments:

Post a Comment