Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মহামায়া

পলাশ পাল

বছর পেরিয়ে এসেছে আশ্বিন,
ভালোবেসে কোরো বরণ।
মাটির ঘরের জ্যান্ত দূর্গার
সবার আগে ছোঁও চরণ।

দশভূজা রূপে সেজেছে মা,
বনেদি বাড়িটা যে পিসির।
পা দিয়ে পিষে বধ করেছি,
রক্তবীজ ভেবে শিশির।

দস্যু বাতাস অসুর হয়ে
ওই মর্ত্যে করেছে গমন।
বাস্তব গল্পরা দূর্গা রূপে
অসুরদের করুক দমন।

শিল্পীরা নিজের শিল্প সত্ত্বা
জাগিয়েছে শারদ প্রান্তরে।
মাটির দূর্গা পাড়ার মন্ডপে,
জাগ্রত দূর্গা তোমার ঘরে।

আশার আলো গায়ে মেখে
হাসছে যে শরৎ শুভক্ষণে।
বিদায়ী সুর না আসুক আজ,
মহামায়া থাকুক মনেপ্রাণে।


No comments:

Post a Comment