জন্মান্তর
নির্মাল্য ঘোষ
পাহাড়তলির পথে আশ্বিনের রোদ
শিশিরে মুক্তো ঢালে...
একটা শিউলির মালা অনেকক্ষণ থেকে
মুচকি হেসে নীলাকাশে অপেক্ষায়..
আমি সম্মতি দিতেই সাদা মেঘের
আস্তরণ ভেদ করে এক্কেবারে গলায়...
হতচকিত আমি ম্যাজিক স্টিক ঘোরাতেই
নীতা এসে হাত ধরে আলতো করে...
একটা শারদীয়া হাওয়ার হল্লা ধেয়ে
এল আমাদের দিকে...
আমি মুখ ঘোরাতেই দেখি ধুনুচির
ধোঁয়ার আড়ালে কে যেন দুর্গা বেশে...
হাত বাড়াতেই হঠাৎ একটা হরমোনের
খেলা আমাকে ফিরিয়ে আনে এই জন্মে...
No comments:
Post a Comment