Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 শরৎ যাপন

সুবীর এস রায়


চুপিচুপি ফুল ফোটে আবছা ভোরের আগে
টুপটুপ্ শিউলিঝরা লুটিয়ে ধুলো মাখে
নিঃশ্বাসে প্রশ্বাসে বাতাস সুগন্ধ প্রাণ জুড়িয়ে
ভোরাইসুরের মায়া আমার যাপন জড়িয়ে  ;

কলকল পাখিদের ঘুম ভাঙানিয়া, গান গেয়ে   
পাড়ি দেয় বাসা ছেড়েদূর দূরান্ত সীমা ছাড়িয়ে
ছবি আঁকে গগন পটে  উড়ন্ত সশব্দ ডানায়
দিগন্ত বিথার নীল আমার যাপন মুগ্ধতায়  ;

তিরতির প্রজাপতি ওড়ে রঙিন পাখ্না মেলে
গুনগুন মৌপিয়া অস্থির নেচে নেচে ফুলে ফুলে
শিশিরের শব্দ বাজে সবুজ ঘাসে ঘাসে
রূপ রস গন্ধ স্পর্শে  আমার যাপন হেসে ;

দলে দলে মাঠে যায় ভোর, হালকাঁধে ওরা
মাটির মানুষ যে সব মাথায় নিয়ে ভাদর্ ধারা
কিষানিবৌ হাসি মুখ বীজ বোনে সারি দিয়ে
ফসলরবির বান আসে আমার যাপন ভরিয়ে ;

শোঁ শোঁ কলের বাঁশি বাজে  বন্দরে মস্ত 
যোগ দিতে দ্রুত ছোটে শ্রমিক ত্রস্ত ব্যস্ত
নুন ঝরে দেহের দিনমান, ওরা সভ্যতা গড়ে  
জীবনের দুঃখ সুখ যেন আমার যাপন ঘেরে ;

দূরে দূরে প্রান্তচষা ক্লান্তগমন সব পাখি
ফিরে আসে ধীরে  শ্রান্ত দিনের নেই যে বাকি
সন্ধ্যা-আঁধার নামে ওদের স্থির চক্ষু জুড়ে 
শান্তনীড়ের সবটুকু সুখ আমার যাপন ভরে ;

ঝুমঝুম্ নিঝুম নিশি, আকাশে মায়াবী চাঁদ জেগে
চকোরী মিলনপিপাসায় নদীচরে ঘুমহারা জাগে 
কখন ভোর হয় কালরাত বিচ্ছেদের অবসান
অসহ অন্তর ব্যথায় আমার রাত্রি যাপন...

No comments:

Post a Comment