Saturday, October 31, 2020


 

 

 

 

 

 

 

 

খুশির ঢেউ দেখে যা 

মজনু মিয়া 

আনন্দ আজ ঘরে ঘরে 
পূজার ধুমধাম সরোবরে 
কি মজা পায় খুকি, 
পূজার আয়োজনে সে দেয় 
আড়ে আড়ে উঁকি। 

যখন বাজে বাদ্য বাজনা 
কে দেখে তার খুশির নাচনা 
পরে নতুন জামা, 
কার কথা কে শোনে বলো? 
তোরা একটু থামা! 

ওর খুশিতে ভালো লাগছে 
মনে শান্তি সুখ যে জাগছে 
যখন শোনে উলু, 
দৌড়ে আসে তাদের কাছে 
সাথে বাজায় তালু।

No comments:

Post a Comment