কবিতার বনবাস
পার্থ সারথি চক্রবর্তী
আমার কবিতারা বনবাসে গিয়েছে
আর আমাকে করে গেল সংসারী
চাল আনো, সবজি আনো,
দাবদাহের জন্য ঠান্ডা বাতাস আনো
এ'সব নিয়ে আমি আজ ঘোর সংসারী,
সন্ন্যাসী হবার ইচ্ছা বা চেষ্টা কোনোদিনই করিনি ।
তবে কবিতাকে বনবাসে যেতে দিতে,
সায় না দিলেও, বাধাও দেওয়া হয়নি প্রকাশ্যে
কবিতারও তো মন আছে, অভিমান হয় !
মনের উপর পাথরচাপা দিতে না পারলে কি-
তপস্যা হয় !
সব ভুলে শুধু দুঃখকেই ভালো না বাসলে কি-
কবিতা হয় !
No comments:
Post a Comment