তোমারই অপেক্ষায়
অমল রায়
আলপনা এঁকে যাই
শিউলি ফুলের সাজি রেখে
কাশবনে ছুটে বেড়াই
তোমার পরশ মাথায় ঠেকে ।
জানি তুমি আসবে বলে
সেই প্রতিক্ষায় বসে থাকা
আলপনার রঙ যদি হয়
সপ্ত রঙের ছবি আঁকা ।
মাগো তুমি আসবে কবে
ভোরের আলোয় সূর্যি ওঠে
রাতের বেলায় তারাগুলি
চাঁদের পাশে থাকছে বসে ।
চতুর্থীতেই তোমার দেখা
পঞ্চমী হতে নবমী
হই হুল্লোড় খানাপিনা
কোন কিছুই ছাড়িনি ।
আনন্দেরই সুখ প্লাবনে
দশমীর সেই বিদায় বেলা
বিসর্জনের ডাকের কাঠি
অথৈ জলের অশ্রু ভেলা !
আসছো কবে , যাচ্ছো কবে
চলেই গেলে আসো কেনে ?
যাওয়া-আসার গল্প মাঝে
পরেই রবে স্মৃতিগুলি ।।
No comments:
Post a Comment